৬নং গোপিনাথপুর ইউনিয়ন খেলা-ধুলার দিক দিয়ে অনেক এগিয়ে। প্রথম প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গ বন্ধু টুর্নামেন্ট শুরু হয় ২০১০ সালে সেই প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় গোপিনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই ইউনিয়নে অনেক স্বনাম ধন্য ক্রীড়া ব্যক্তি আছেন।আশিষ ভদ্র, যিনি বাংলাদেশ জাতীয় দলের এককালের সেরা খেলোয়াড় ছিলেন। তার জন্ম স্থান গোপিনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার গ্রামে।তাছাড়াও অনেক ক্রীড়া ব্যক্তিত্ব এই ইউনিয়নে জন্ম গ্রহন করিয়াছেন।
এই ইউনিয়নের ক্রীড়া সংগঠন গুলো হলো:
১. গোপিনাথপুর ইংগ লায়নস ক্লাব
২. গোপিনাথপুর রহমত আলী পোটিং ক্লাব
৩. বাড়াই ্ইয়ংষ্টার ক্লাব
৪. চন্ডিদ্বার অর্নিবান ক্রীড়া চক্র
৫. কুইয়পানিয়া ফজলুর রহমান পোটিং ক্লাব
০৬. গানপুর রহিম উদ্দিন সোনালী ক্রীড়া চক্র
০৭. বিষ্ণাউড়ী যুব পোটিং ক্লাব
০৮. ধজনগর রাজিব ইয়ংস ক্লাব
০৯. রামপুর সেভেন ষ্টার ক্লাব
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস