৬নং গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের প্রচুর লোক প্রবাসে থাকায় তাদের পরিবারের সদস্যগন মোটা মুটি সচ্ছল ভাবে জীবন যাপন করে। তারা তাদের পরিবারের খরচ মিটিয়ে তারা কিছু টাকা বীমা করে খাকেন। এই ইউনিয়নে অনেক বীমা কর্মী আছে তারা বীমার কাজ করে তাদের জীবিকা নিবার্হ করেন খাকেন। তারা মূলত যেই সব মানুষের আয়ে পরিমান বেশী হয় তাদের নিকট যায় এবং তাদেরকে বুঝায় যে একটি বীম করুন বীমার মধ্যে অনেক লাভ রয়েছে। এভাবে তারা গ্রামে গ্রামে গিয়ে লোকদের কে বুঝায় এভাবে-ই তারা মূলত বীমর কাজটি করে খাকেন। বর্তমানে গোপিনাথপুর ইউনিয়নের বীমার অফিস ২ টি গোপিনাথপুর বাজারে অবস্থিত।এখান থেকেই তারা পুরো ইউনিয়ন কার্য পরিচালনা করে খাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস