Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Bank

৬নং গোপিনাথপুর ইউনিয়নের বর্তমানে বিভিন্ন স্থানে সরকারী- বেসরকারী ব্যাংক রয়েছে। যার মধ্যে গোপিনাথপুর বাজারে  ১টি সরকারি কৃষি ব্যাংক ও ১টি বেসরকারি উত্তরা ব্যাংক অবস্থিত । এই ইউনিয়নে অনেক প্রবাসী থাকায় তাদের পাঠানে রেমিটেন্স স্থানীয় জনগণ একল ব্যাংক হইতে অতি সহজে তাদের টাকা উঠাতে পারে।তাছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক গোপিনাথপুর বাজার শাখা হইতে এই ইউনিয়নের কৃষক অনেক অল্প সুদে তারা কৃষি ঋণ গ্রহন করে খাকে।বর্তমানে গোপিনাথপুর ইউনিয়নে গোপিনাথপুর মোট ৩টি ব্যাংক রয়েছে। ১. বাংলাদেশ কৃষি ব্যাংক ২. উত্তরা ব্যাংক শাখা ৩. আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাক এবং চন্ডিদ্বার বাজারে আল- আরাফা ইসলামী এজেন্ট ব্যাংক, জয়নগর বাজারে অগ্রীনি এজেন্ট ব্যাংক, তাছাড়া গোপিনাথপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক হয়েছে যেখানে বিদ্যুৎ বিল, পাসপোর্ট ফি সহ অন্যান্য সকল কার্যক্রম করা হয়।