Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Fertilizer dealer

৬নং গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ মূলত কৃষি নির্ভর ইউনিয়ন এই ইউনিয়নের প্রায় ৭০% লোক কৃষি কাজের সাথে জড়িত। এসব কৃষকেরা ধান চাষের পাশা পাশি শাক-সবজি, ফলমূল চাষ করে থাকেন। এই সকল কৃষকদের জন্য অনেক সারের দরকার হয়।অনেকে কসবা উপজেলা হইতে সার নিয়ে আসেন বাকিরা যার যার এলাকা হইতে সার সংগ্রহ করে থাকেন। এই  ইউনিয়নের মধ্যে মাত্র দুই জন সার ডিলার আছেন। তারা হলেন মোঃ কামাল ভূঞা তিনি চন্ডীদ্বার বাজারে এবং মোঃ সাইফুল ইসলাম রিপন গোপিনাথপুর বাজারে। এই  ইউনিয়নের অনেক কৃষক তাদের  নিজ উদ্যোগে জৈব সার তৈরি করে খাকেন।  গোপিনাথপুর ইউনিয়নে কৃষিতে স্বনির্ভর ইউনিয়ন।